Southern Railway Apprentices Recruitment 2025
Southern Railway Apprentices Recruitment 2025 বিজ্ঞপ্তি বেরিয়ে 3518 টি পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন।
তবে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট থাকতে হবে। বয়স সীমা জানানো হয়েছে ১৫ থেকে ২৪ বছর বয়সের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সে ছাড় থাকবে।
Southern Railway Apprentices Recruitment গুরুত্বপূর্ণ তথ্য:
- সংস্থা - Southern railway
- পদ - Apprentice
- মোট শূন্যপদ- 3518
- আবেদন শুরু - শীঘ্রই প্রকাশিত হবে
- আবেদন শেষ- শীঘ্রই প্রকাশিত হবে
- আবেদনের মাধ্যম - Online
- অফিসিয়াল ওয়েবসাইট - https://sr.indianrailways.gov.in/
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাস ( দশম শ্রেণি) পাস হতে হবে এবং আইটিআই (ITI)পাস থাকতে হবে।
আবেদন ফি
সাধারণ/ওবিসি প্রার্থীদের জন্য: ₹100
এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা প্রার্থীদের জন্য: ফি নেই
সবশেষে সমস্ত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি রেলের চাকরির জন্য আগ্রহী তাহলে অবশ্যই আবেদন করতে ভুল করবেন না।
.webp)