Reliance Foundation Scholarships 2025-26: Undergraduate ও Postgraduate শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু
Reliance Foundation UG ও PG বৃত্তির আবেদন শুরু হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য ২-৬ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা। শেষ তারিখ ৭ অক্টোবর ২০২৫। এখনই আবেদন করুন।
ভারতের অন্যতম শীর্ষ দাতব্য সংস্থা Reliance Foundation 2025-26 শিক্ষাবর্ষের জন্য স্নাতক (UG) ও স্নাতকোত্তর (PG) স্তরের শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির আবেদন আহ্বান করেছে। এই বৃত্তির উদ্দেশ্য হলো মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদেরকে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার উন্নয়ন ও মেন্টরশিপের সুযোগ করে দেওয়া। আবেদন করার শেষ তারিখ ৭ অক্টোবর ২০২৫।
Undergraduate Scholarships
প্রতি বছর Reliance Foundation সারা দেশ থেকে ৫,০০০ জন স্নাতক শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় সহায়তা করে।
যোগ্যতা
- 
প্রথম বর্ষের পূর্ণকালীন স্নাতক ডিগ্রি কোর্সে ভর্তি থাকতে হবে (যেকোনো বিষয়ের ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন)। 
- 
মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে (Class 12) কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। 
- 
পরিবারের বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার নিচে হতে হবে (অগ্রাধিকার দেওয়া হবে যাদের আয় ২.৫ লক্ষ টাকার নিচে)। 
সুবিধা
- 
পুরো কোর্সের মেয়াদে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। 
- 
মেন্টরশিপ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট কার্যক্রম এবং শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ। 
আবেদন প্রক্রিয়া
- 
অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। 
- 
প্রয়োজনীয় নথি যেমন আয়ের সনদ ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপলোড করতে হবে। 
- 
অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে (৬০ মিনিটে ৬০ প্রশ্ন – ভার্বাল, অ্যানালাইটিক্যাল, লজিক্যাল ও নিউমেরিক্যাল অ্যাবিলিটি বিষয়ক)। 
- 
নির্বাচিত প্রার্থীরা মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে চূড়ান্তভাবে বৃত্তি পাবেন। 
Post-graduate Scholarships
Reliance Foundation প্রতিবছর ১০০ জন স্নাতকোত্তর শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ বৃত্তি প্রদান করে। এর মাধ্যমে ভারত সরকারের Digital India, Startup India, Atmanirbhar Bharat-এর মতো মিশনে অবদান রাখতে সক্ষম মেধাবীদের তৈরি করা লক্ষ্য।
যোগ্যতা
- 
প্রথম বর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী হতে হবে। 
- 
নিচের বিষয়গুলির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন: Artificial Intelligence, Computer Science, Mathematics and Computing, Electrical/Electronics Engineering, Mechanical, Chemical, Renewable & New Energy, Material Science & Engineering, Life Sciences। 
- 
ভারতীয় নাগরিক হতে হবে। 
- 
UG-তে CGPA 7.5 বা তার বেশি অথবা GATE স্কোর 550–1000 হতে হবে। 
সুবিধা
- 
পুরো কোর্সের মেয়াদে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। 
- 
৮০% টাকা টিউশন ফি ও একাডেমিক খরচের জন্য আগে দেওয়া হবে। 
- 
বাকি ২০% প্রফেশনাল ডেভেলপমেন্ট (যেমন কনফারেন্স, রিসার্চ প্রেজেন্টেশন) কাজে ব্যবহার করা যাবে। 
নির্বাচন প্রক্রিয়া
- 
অনলাইনে আবেদনপত্র ও যোগ্যতা সংক্রান্ত প্রশ্নপত্র পূরণ। 
- 
ব্যক্তিগত, শিক্ষাগত, এক্সট্রা-কারিকুলার তথ্য, ২টি রেফারেন্স লেটার ও ২টি প্রবন্ধ (Personal Statement ও Statement of Purpose) জমা দিতে হবে। 
- 
বাধ্যতামূলক অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। 
- 
বিশেষজ্ঞ প্যানেল আবেদনগুলি পর্যালোচনা করবে এবং শর্টলিস্ট প্রার্থীদের ভার্চুয়াল ইন্টারভিউ হবে। 
- 
শুধুমাত্র মেধার ভিত্তিতে ১০০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। 
গুরুত্বপূর্ণ তারিখ ও যোগাযোগ
- 
আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৫ 
- 
আবেদনের ওয়েবসাইট: scholarships.reliancefoundation.org 
- 
যোগাযোগ: - 
WhatsApp: 7977 100 100 
- 
হেল্পলাইন: (011) 4117 1414 
- 
ইমেইল: RF.UGScholarships@reliancefoundation.org (UG), RF.PGScholarships@reliancefoundation.org (PG) 
 
- 
Reliance Foundation-এর এই বৃত্তি শুধু আর্থিক সহায়তাই নয়, বরং একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক ও মেন্টরশিপ প্ল্যাটফর্ম গড়ে তোলে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই মেধাবী শিক্ষার্থীরা যেন এই সুযোগ হাতছাড়া না করেন।
আরো পড়ুন -
.webp)
.webp) 
.webp) 
%20%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%202025.webp) 
.webp) 
.webp)