ICF Apprentices Recruitment 2025: রেলওয়েতে ১০১০ পদে আবেদনের সুবর্ণ সুযোগ
ICF অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫: রেলওয়েতে ১০১০ পদে আবেদনের সুবর্ণ সুযোগ
ভারতের অন্যতম রেলওয়ে কোচ প্রস্তুতকারক সংস্থা Integral Coach Factory (ICF), Chennai ২০২৫ সালের জন্য মোট ১০১০টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যেসব প্রার্থীরা ১০ম শ্রেণি বা আইটিআই পাশ করেছেন, তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুর তারিখ: ১২ জুলাই ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট ২০২৫ (বিকেল ৫:৩০ টা পর্যন্ত)
মোট শূন্যপদের বিবরণ
| বিভাগ | পদের সংখ্যা |
|---|---|
| Freshers (Non-ITI) | ৩২০ |
| Ex-ITI | ৬৭০ |
| MLT - Radiology | ১০ |
| MLT - Pathology | ১০ |
শিক্ষাগত যোগ্যতা
- ১০ম শ্রেণিতে ন্যূনতম ৫০% নম্বর সহ পাশ করতে হবে
- Ex-ITI প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট আবশ্যক
- MLT ট্রেডের জন্য ১২ম শ্রেণি (বিজ্ঞান বিভাগ) আবশ্যক
বয়সসীমা (১১ আগস্ট ২০২৫ অনুযায়ী)
- Freshers: ১৫ থেকে ২২ বছর
- Ex-ITI: ১৫ থেকে ২৪ বছর
- SC/ST: ৫ বছরের ছাড়, OBC: ৩ বছরের ছাড়, PwBD: ১০ বছরের ছাড়
স্টাইপেন্ড ও আবেদন ফি
| প্রার্থীর ধরন | স্টাইপেন্ড (প্রতি মাসে) | আবেদন ফি |
|---|---|---|
| Freshers (10th) | ₹6,000 | ₹100 (UR/OBC/EWS), SC/ST/Women: ফ্রি |
| Freshers (12th - MLT) | ₹7,000 | |
| Ex-ITI | ₹7,000 |
আবেদনের প্রক্রিয়া
- প্রথমে ভিজিট করুন: pb.icf.gov.in
- নতুন রেজিস্ট্রেশন করুন
- আবেদন ফর্ম পূরণ করুন
- প্রয়োজনীয় নথি আপলোড করুন (ছবি, স্বাক্ষর, মার্কশিট ইত্যাদি)
- ফি প্রদান করে সাবমিট করুন
- আবেদন নম্বর প্রিন্ট করে রাখুন
প্রয়োজনীয় নথি
- ১০ম/১২ম শ্রেণির মার্কশিট
- ITI বা MLT সার্টিফিকেট (যদি থাকে)
- কাস্ট/PwBD সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষর
নির্বাচনের নিয়ম
লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ১০ম শ্রেণি এবং আইটিআই-র প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। টাই হলে বয়স ও পরীক্ষার তারিখ অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হবে।
সরাসরি আবেদন লিংক
গুরুত্বপূর্ণ নির্দেশিকা
- আবেদনপত্র সাবধানে পূরণ করুন, কারণ একবার সাবমিট করলে পরিবর্তন সম্ভব নয়
- নকল সার্টিফিকেট বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে
ICF-এর এই অ্যাপ্রেন্টিস নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার মাধ্যমে প্রার্থীরা ভবিষ্যতে রেলওয়েতে স্থায়ী চাকরির দিকে একধাপ এগোতে পারেন। তাই দেরি না করে আজই আবেদন করুন!
.webp)